নির্ভরযোগ্য পেইজ ও পোস্ট বুস্ট সেবা

আমরা American Express, Visa ও Master Card দিয়ে বুষ্ট করি।
তাই আপনি আমাদের সাথে ফেসবুক বুস্ট করতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্তে ও নিরাপদে।

মাত্র ৳১৫০ ডলার রেইট

ডলার রেট ১৫০ টাকা, এছাড়া অতিরিক্ত কোন চার্জ নেই। এবং মিনিমাম বুস্ট অ্যামাউন্ট ১০ ডলার। অর্থাৎ আপনি পাঁচ ডলার প্রোমোট করতে চাইলে ৭২৫ টাকা বিকাশ, রকেট, নগদ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। বর্তমানে ডলার রেট প্রতিনিয়ত পরিবর্তনশীল তাই লেটেস্ট রেট সব সময় আমাদের মেসেজ করে জেনে নেবেন। ফেসবুকের পলিসি অনুযায়ী আপনি প্রতিদিন সর্বনিম্ন ১ ডলার বুস্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি পাঁচ ডলার বুস্ট করেন তাহলে সর্বোচ্চ পাঁচদিন বুস্ট করা যাবে। আবার যদি ১০ ডলার বুস্ট করেন তাহলে সর্বোচ্চ ১০ দিন বুস্ট করা যাবে। তবে আপনি চাইলে একদিনেও ৫ বা ১০ ডলার বুস্ট করতে পারেন।

প্রথমে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সর্বোনিম্ন বুস্ট ১০ ডলার বা ১৫০০ টাকা। নতুন ক্লায়েন্ট হলে বুস্ট একটিভ হওয়ার পরে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার  ক্ষেত্রে আমাদের ভেরিফাইড অটোমেটিক গেটওয়ে ব্যবহার করা যাবে।

আপনি আমাদের ফেইসবুক এর মাধ্যমে সহজে  যোগাযোগ করতে পারবেন।

মাত্র তিন ধাপে প্রোমোট করুন

Binarilink এর মাধ্যমে ফেসবুক বুস্ট করা খুবই সহজ!
শুধু নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন এবং আপনি প্রস্তুত!

2

সর্বপ্রথম আমাদের সাথে ফেইসবুক এর মাধ্যমে যোগাযোগ করুন। আপনার অডিয়েন্স প্লান জানান।

2

পেইজ এ আমাদেরকে Advertiser হিসেবে যুক্ত করুন। এরপর আপনার চাহিদা মতো একটি বুস্ট প্যাকেজ অর্ডর করুন।

2

নির্দিষ্ট অডিয়েন্স এবং বাজেট আনুযায়ী বুস্ট করে দেবো এবং তা শিঘ্রই একটিভ হয়ে যাবে, অতঃপর আপনাকে পেমেন্ট করতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ সকল বুস্ট রাত দশটায় সাবমিট করা হয়। এরপর আপনার বুস্ট টি ফেসবুক কর্তৃক অ্যাপ্রুভ হলেই চালু হয়ে যাবে। ফেসবুক রিয়েল ডলার বুস্ট এর ক্ষেত্রে ঠিক কতোখানি লাইক, ফলো বা মেসেজ আসবে সেটার কোনপ্রকার নিশ্চয়তা নেই। এগুলো পুরোপুরি আপনার পোস্ট, প্রডাক্ট, অডিয়েন্স ডিটেইলস ইত্যাদির ওপর নির্ভর করে। তাই আপনার পোস্ট এ কতগুলো লাইক আসবে, ভিডিওতে কতগুলো ভিউ আসবে বা পেইজে কতগুলো লাইক আসবে সেটা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না। তবে এক ডলার দিয়ে আপনার এড 3K পর্যন্ত রিচ হতে পারে অর্থাৎ তিন হাজার মানুষের কাছে আপনার অ্যাড পৌঁছাতে পারে।